মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা পেল স্বামীহারা আলেয়া বেগম। আলেয়া বেগম উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের নুর আলম মিস্ত্রি বাড়ীর মৃত রেজাউল করিমের স্ত্রী। রেজাউল করিম গত বছরের ২৩ ডিসেম্বর জোরারগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে একটি রেফ্রিজারেটর কিস্তিতে ক্রয় করেন। রেফ্রিজারেটর ক্রয়ের ২ কিস্তি প্রদানের পর এপ্রিল মাসে রেজাউল করিম মারা যান। এরই প্রেক্ষিতে তার পরিবারকে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আলোকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরমধ্যে তার কিস্তির বকেয়া ২৫ হাজার ৮ শত ৬৪ টাকা মওকুপ করা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সকালে জোরারগঞ্জ উত্তর বাজারের জরিফা শপিং সেন্টারে অবস্থিত ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে কিস্তি ক্রেতা সুরক্ষার আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়।
আর্থিক সহায়তা গ্রহণ করেন রেজাউল করিমের স্ত্রী আলেয়া বেগম। আলেয়া বেগমের হাতে আর্থিক সহায়তা তুলে দেন ওয়ালটন চট্টগ্রাম ডিভিশনের ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার সুমন চন্দ্র বসাক, চট্টগ্রাম সেন্ট্রাল এরিয়ার রিজিওনাল ক্রেডিট ম্যানেজার রাশেনুর রহমান, জোরারগঞ্জ ওয়ালটন প্লাজার ম্যানেজার রাহাত হোসেন প্রমুখ।
স্বামীহারা আলেয়া বেগম বলেন, জোরারগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে একটি রেফ্রিজারেটর কিস্তিতে কেনার পর আমার স্বামী রেজাউল করিম ২ কিস্তি পরিশোধ করে মারা যান। পরবর্তীতে ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা নীতিমালার আলোকে আমাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন কর্তৃপক্ষ। এরমধ্যে ২৫ হাজার ৮ শত ৬৪ টাকা কিস্তি মওকুপ করা হয়। আমাকে যেই টাকা তারা দিয়েছেন তা দিয়ে আমার বড় ছেলেকে দোকান করে দিয়ে আমরা স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করবো।