মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ মে) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল তাঁর নিজ কক্ষে নির্বাচন কমিশনের বিধি মোতাবেক প্রত্যেক প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া দেন।
প্রতীক পেলেন যাঁরা, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (নৌকা), বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নুর মোহাম্মদ মৃধা (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোঃ সেলিম মিয়া (ঘোড়া), মোঃ নুরুজ্জামান নিরু (মোটরসাইকেল), মোঃ কামাল হোসেন (আনারস), মোঃ বাদশা খান (টেলিফোন) ও মোঃ সোহেল হোসেন (চশমা) প্রতীক পেয়েছেন। তফসিল অনুযায়ী আগামী ২৫ মে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারী কাকড়াবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহাবুব আলম স্বপনের আকস্মিক মৃত্যু হলে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
৩৭ দিন ৩৪ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২৪ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে