পটুয়াখালীর মির্জাগঞ্জে বিপরীত দিক থেকে আসা চলন্ত মোটরসাইকেলর ধাক্কায় মোঃ ইউনুচ ফরাজী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। এতে মোটরসাইকেল আরোহী মোঃ নিরব (২১) গুরুতর আহত হলে তাকে শেবাচিমে নিয়ে যাওয়া হয়।
বুধবার (৭ জুন) সকালে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বোর্ড অফিস এলাকার বরগুনা-বরিশাল মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ উপজেলার কিসমত ছৈলাবুনিয়া গ্রামের মৃত সয়জদ্দিন ফরাজীর ছেলে। চালক নিরব উপজেলার উত্তর সুবিদখালী গ্রামের দুলাল শিকদারের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত ইউনুচ ফরাজি নিজ পালিত ছগল নিয়ে পায় হেটে ওই সড়কটি পাড় হচ্ছিলেন। এসময় একদিক থেকে মোটরসাইকেলটি এসে তাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পরে। অপরদিকে মোটরসাইকেল চালক নিরব সিকদার মোটরসাইকেল থেকে ছিটকে পরে গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইউনুচ ফরাজিকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মোটরসাইকেল চালক নিরবকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে রেফার করেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
৪৩ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ২৩ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪৭ দিন ৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫৪ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫৮ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে