পটুয়াখালীর মির্জাগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণকারী আইন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে(নতুন) এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাদক নিয়ন্ত্রণ বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান'র সভাপতিত্বে কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেজাউল কবির, সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু প্রমুখ।
এসময় উপজেলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার ও মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন দপ্তরের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ উপজেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও তামাক প্রতিরোধী সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে সভাপতি ব্যক্তি ও জাতীয় জীবনে তামাক ও ধূমপানের কুফল সম্পর্কে আলোচনা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সালের মধ্যে ধূমপানমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাস্কফোর্সের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ব্যাপক প্রচারসহ মাদক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে ইতোমধ্যে গৃহিত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে একযোগে কাজ করার আহবানও জানান তিনি।
৪৪ দিন ৬ মিনিট আগে
৬৯ দিন ১৫ ঘন্টা ১০ মিনিট আগে
১৩১ দিন ৪ ঘন্টা ৩২ মিনিট আগে
১৪৭ দিন ৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১৫৪ দিন ৭ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৫৫ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে
১৫৫ দিন ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে
১৫৮ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে