"গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের মির্জাগঞ্জ গড়ি" এই স্লোগান নিয়ে ঢাকায় অবস্থানরত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের সংগঠন "মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ফোরাম, ঢাকা" এর উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে গত ২৮শে জুন থেকে ৫ই জুলাই পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। যা গত ২৮শে জুন সকাল ১০টায় উপজেলার সুবিদখালী সরকারি কলেজে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উক্ত সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ, বর্তমান সভাপতি নাজমুস শাহাদাত সাকিব ও সাধারণ সম্পাদক মোঃ মহিবুল হাসান সহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উক্ত সংগঠনের সাথে জড়িত শিক্ষার্থীরা পবিত্র ঈদুল আযহা'র ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসে এই কর্মসূচি পালন করেন।
৪৩ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪৭ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
১৫৪ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫৮ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে