প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্স এর প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১২ জুলাই) সকাল ১০ টায় নবনির্মিত চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবনের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাইয়েমা হাসান।
এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারি, সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, মির্জাগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ও উপজেলা প্রকৌশলী আলমগীর হোসেন বাদশাহ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিল।
উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে পৌছেছে। পটুয়াখালী জেলায় পায়রা পোর্ট, শেখ হাসিনা সেনানিবাস, তাপ বিদ্যুকেন্দ্র সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। একইসাথে মির্জাগঞ্জে আধুনিক উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, ৫০০ আসন বিশিষ্ট অডিটোরিয়াম, সুবিদখালী কাঠালতলী ও ঝাটিবুনিয়ায় ব্রিজ, বাকেরগঞ্জ-মির্জাগঞ্জ-বরগুনা মহাসড়ক প্রশস্তকরন এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের গ্রামীণ সড়কগুলো পাকাকরন সহ ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়া দেশের উন্নয়নের জন্য তিনি নৌকায় পুনরায় ভোট দিতে আহ্বান জানান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিআরডি) আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান মো. মাহফুজ খান লিমিটেড ভবনের নির্মাণ কাজটি করেন। ভবনটি নির্মাণে প্রায় ৫ কোটি টাকা ব্যয় হয় এবং সময় লাগে প্রায় ২ বছর।
৪৩ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪৭ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
১৫৪ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫৮ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে