পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ ব্যবহৃত মোবাইল নিয়ে আটকে রাখায় মায়ের সাথে রাগ করে তামিম হোসেন (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯ টায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের মৃধা বাড়িতে নিজ ঘরের বারান্দার রুয়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয় ওই কিশোর।
নিহত কিশোর একই গ্রামের সৌদি প্রবাসী নজরুল মৃধার ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, নিহত তামিন মোবাইলের প্রতি খুবই আসক্তি ছিলেন। ঠিকমতো খাওয়া-দাওয়া করতেন না। তাই তার মা তহমিনা বেগম তার সাথে রাগারাগি করে মোবাইল নিয়ে আটকে রেখে ঘরের অন্য রুমে কাজে ব্যস্ত ছিলেন। এরপর ছেলেকে অনেকক্ষণ ধরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে একপর্যায়ে ঘরের বাইরে গিয়ে বারান্দার রুয়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় সে চিৎকার দিলে বাড়ির লোকজন এসে রসি কেটে লাশ নিচে নামায়। পরে স্থানীয় পল্লী চিকিৎসক রাসেলের কাছে নিয়ে গেলে সে পরীক্ষা করে মৃত্যু হয়েছে বলে জানান। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়।
স্থানীয় ইউপি সদস্য মোঃ আওলাদ বিশ্বাস মুঠোফোনে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।
৪৩ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪৭ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫৪ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫৮ দিন ৫ ঘন্টা ৩২ মিনিট আগে