পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজ ঘরের রুয়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আসমা বেগম (৩০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। ওই গৃহবধূ দুই সন্তানের জননী ছিলেন।
শুক্রবার (৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মানসুরাবাদ গ্রামের সিকদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ ওই বাড়ির প্রবাসী আলী সিকদারের স্ত্রী।
পুলিশ, নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নিহতের শ্বশুর আঃ হক সিকদার নাতি বেল্লাল (১১) ও জোবায়ের (২) কে নিয়ে বাড়ীর পাশ্ববর্তী মাঠে ফুটবল খেলা দেখার জন্য যায়। খেলা শেষে নিহতের ছেলে বাড়ীতে এসে মাকে না পেয়ে খোঁজ করতে থাকে। পরে বসতঘরের দোতালায় গিয়ে আড়ার সাথে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। তখন বাড়ীর লোকজন দৌড়ে আসে এবং স্বজনদের সহায়তায় রশি কেটে লাশ নিচে নামায়। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য মামুন হাওলাদার মুঠোফোনে উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে এবং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
৪৩ দিন ২১ ঘন্টা ২৩ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ২৭ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৪৭ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫৪ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
১৫৮ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে