পটুয়াখালীর মির্জাগঞ্জে আধা কেজি গাঁজাসহ একই পরিবারের তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১১ টায় উপজেলার মহিষকাটা বাজারের ভান্ডারীর হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় আরো তিন মাদক কারবারী পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন, অভিযানকৃত ভান্ডারী হোটেলের মালিক ফিরোজ গাজীর বড় মেয়ে মোসা. রেকসোনা (৩০), ছোট মেয়ে শারমিন সুলতানা (১৯) ও তার স্বামী জাকির বেপারী (২৭)। পলাতক আসামীরা হলো- ফিরোজ গাজী ওরফে ভান্ডারী (৫৫), তার স্ত্রী ফরিদা বেগম (৪৫) ও বড় জামাতা জাহিদ গাজী (৩৫)। আসামিরা দীর্ঘদিন যাবত একে অপরের সহায়তায় মাদকদ্রব্য কেনাবেচা করে আসছে এবং এর আগেও তারা মাদকদ্রব্য সহ গ্রেপ্তার হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ আরো জানায়, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে মির্জাগঞ্জ থানার এসআই জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মহিষকাটা বাজারে ভান্ডারীর ভাতের হোটেলে অভিযান চালায়। এসময় তল্লাশি করে রান্না ঘরের চুলার পাশে মাটির নিচে অভিনব কায়দায় পুতে রাখা টিনের জারের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম (আধা কেজি) গাঁজা উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত ওই তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা একই পরিবারের সদস্য। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
৪৩ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ২৮ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪৭ দিন ৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫৪ দিন ৫ ঘন্টা ১৩ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
১৫৮ দিন ৫ ঘন্টা ৩৯ মিনিট আগে