পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া গ্রামে স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে হাফিজা বেগম (২০) নামে এক গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির নামে মির্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত স্বামী সোহাগ হাওলাদার বাংলাদেশ কৃষি ব্যাংকের সুবিদখালী শাখায় পিয়ন হিসেবে কর্মরত। সে উপজেলার আমড়াগাছিয়া গ্রামের রব হাওলাদারের ছেলে।
অভিযোগ সূত্রে ও ভুক্তভোগীর কাছ থেকে জানা যায়, চার বছর পূর্বে অভিযুক্ত সোহাগের সাথে ভুক্তভোগী ওই গৃহবধূর বিয়ে হয় এবং তাদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর-শাশুড়ি বিভিন্ন সময় সংসারের খরচের জন্য ওই গৃহবধুর বাবার বাড়ি থেকে টাকা-পয়সা আনার জন্য চাপ দেয়। এতে সে বাধ্য হয়ে অনেক টাকা-পয়সা ও মালামাল বাবার বাড়ী থেকে এনে দেয়। কিন্তু তারপরও পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাটি বাজিয়ে ওই নারীকে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে বিভিন্ন সময় নির্যাতন করে আসছে। এক পর্যায়ে ওই গৃহবধূ নির্যাতন সহ্য করতে না পেরে হারপিক (টয়লেট পরিষ্কারক দ্রব্য) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু স্বজনরা টের পাওয়ায় সেই যাত্রায় তিনি বেঁচে যান। এরপরও তারা নির্যাতন বন্ধ করেনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১২ আগস্ট) বিকাল আনুমানিক চারটার সময় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে তার শাশুড়ি অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তার শশুর এসে এলোপাতারিভাবে কিল, ঘুসি ও লাথি মারে এবং শাশুরী চুলের মুঠো ধরে টানা-হেঁচড়া করে। তখন তার স্বামী ঘটনাস্থলে এসে তার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ওই গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে এবং বাবার বাড়ি চলে যেতে বলে। সেখানে না গেলে তাকে জীবনের তরে প্রান-নাশের হুমকি দেয়। এমনকি উক্ত বিষয় তার(গৃহবধূ) বাবা-মাসহ কাউকে জানাইলে বা আইনের আশ্রয় নিলে তাকে ও আমার পরিবারকে একাধিক মামলা দিয়ে হয়রানী করবে বলে হুমকি দেয়। তখন তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সুবিদখালী হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত সোহাগ হাওলাদারের মুঠোফোন কল করা হলে, পরে দেখা করে সব বলব আনে বলে লাইনটি কেটে দেন।
মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
৪৩ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪৭ দিন ৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫৪ দিন ৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৪০ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৫৮ দিন ৫ ঘন্টা ৪১ মিনিট আগে