উন্নত বিশ্বে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে : আসিফ নজরুল পুলিশের নতুন লোগো প্রকাশ ইসলামপুরে ১০ জুয়াড়ি আটক কারাগারে অভিনেত্রী মেঘনা আলম মিয়ানমারে ফের ভূমিকম্প বেড়েছে সবজির দাম, সংকট সয়াবিন তেলের বদলে গেল মঙ্গল শোভাযাত্রার নাম আশাশুনিতে দেল ও চড়ক পূজার ঐতিহায্য ম্লান হতে শুরু করেছে। আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০ বাঘায় এক কৃষককে কুপিয়ে হত্যা উপকূলে জলবায়ু অবরোধ কর্মসূচী শ্যামনগরে এসএসসি ও দাখিল পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৮০ জন এডভোকেট এরফানুর রহমান মহামান্য হাইকোর্ট বিভাগের আইনজীবি হিসাবে তালিকাভুক্ত হওয়ার ১০ বছর পূর্ণ হল। চিলমারীর সিমান্তে মা ও মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় ২ গ্রামবাসীর মাঝে সংঘর্ষ ইসলামপুরে পরীক্ষা চলাকালে খোলা রাখায় ফটোকপির দোকান সিলগালা, ২ কর্মচারী আটক রাজশাহী কলেজ ছাত্রলীগের সাবেক সেক্রেটারিসহ গ্রেপ্তার-৩ বাকৃবি উপাচার্যের সাথে চাইনিজ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিল মাসুমা লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ কালিগঞ্জে সেনা অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলসহ তিন মাদক কারবারি আটক

মির্জাগঞ্জে স্বামী ও শ্বশুর শাশুড়ির নির্যাতনে গৃহবধূ হাসপাতালে, থানায় অভিযোগ

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া গ্রামে স্বামী ও শ্বশুর-শাশুড়ির নির্যাতনের শিকার হয়ে হাফিজা বেগম (২০) নামে এক গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ বাদী হয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির নামে মির্জাগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

অভিযুক্ত স্বামী সোহাগ হাওলাদার বাংলাদেশ কৃষি ব্যাংকের সুবিদখালী শাখায় পিয়ন হিসেবে কর্মরত। সে উপজেলার আমড়াগাছিয়া গ্রামের রব হাওলাদারের ছেলে।

অভিযোগ সূত্রে ও ভুক্তভোগীর কাছ থেকে জানা যায়, চার বছর পূর্বে অভিযুক্ত সোহাগের সাথে ভুক্তভোগী ওই গৃহবধূর বিয়ে হয় এবং তাদের চার বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর-শাশুড়ি বিভিন্ন সময় সংসারের খরচের জন্য ওই গৃহবধুর বাবার বাড়ি থেকে টাকা-পয়সা আনার জন্য চাপ দেয়। এতে সে বাধ্য হয়ে অনেক টাকা-পয়সা ও মালামাল বাবার বাড়ী থেকে এনে দেয়। কিন্তু তারপরও পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝগড়াঝাটি বাজিয়ে ওই নারীকে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি মিলে বিভিন্ন সময় নির্যাতন করে আসছে। এক পর্যায়ে ওই গৃহবধূ নির্যাতন সহ্য করতে না পেরে হারপিক (টয়লেট পরিষ্কারক দ্রব্য) খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু স্বজনরা টের পাওয়ায় সেই যাত্রায় তিনি বেঁচে যান। এরপরও তারা নির্যাতন বন্ধ করেনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার (১২ আগস্ট) বিকাল আনুমানিক চারটার সময় পারিবারিক তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূকে তার শাশুড়ি অকথ্য ভাষায় গালিগালাজ করে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে তার শশুর এসে এলোপাতারিভাবে কিল, ঘুসি ও লাথি মারে এবং শাশুরী চুলের মুঠো ধরে টানা-হেঁচড়া করে। তখন তার স্বামী ঘটনাস্থলে এসে তার হাতে থাকা লাঠি দিয়ে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে ওই গৃহবধুর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে এবং বাবার বাড়ি চলে যেতে বলে। সেখানে না গেলে তাকে জীবনের তরে প্রান-নাশের হুমকি দেয়। এমনকি উক্ত বিষয় তার(গৃহবধূ) বাবা-মাসহ কাউকে জানাইলে বা আইনের আশ্রয় নিলে তাকে ও আমার পরিবারকে একাধিক মামলা দিয়ে হয়রানী করবে বলে হুমকি দেয়। তখন তার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সুবিদখালী হাসপাতালে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত সোহাগ হাওলাদারের মুঠোফোন কল করা হলে, পরে দেখা করে সব বলব আনে বলে লাইনটি কেটে দেন।

মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর


মির্জাগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩১ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে