পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও আধা-সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, আলোচনা সভা, এতিমদের মধ্যে উন্নত মানের খাবার পরিবেশন, সকল মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা, চিত্রাংকন প্রতিযোগিতা ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন সামাজিক, পেশাজীবি ও সাংবাদিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা চত্তরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) ইউএনও মোসাঃ সাইয়েমা হাসান'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক খান মোঃ আবু বকর সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহম্মেদ, সহ সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সাধারন সম্পাদক মোঃ জসীম উদ্দীন জুয়েল, সরকারি কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, থানার ওসি হাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মল্লিক, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান ও ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রাকিব মৃধা প্রমূখ।
শেষে ১৫ জন বেকার যুব ও যুব মহিলাদের মধ্যে ৪০ হাজার টাকা করে মোট ছয় লক্ষ টাকা যুব ঋণের চেক বিতরন এবং চিত্রাংক ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।
এ ছাড়াও উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ এর অংগ সংগঠন পৃথক পৃথক ভাবে শোক দিবস পালন করে।
৪৩ দিন ২১ ঘন্টা ১৭ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ২০ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪৭ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
১৫৪ দিন ৫ ঘন্টা ৫ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫৮ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে