পটুয়াখালী জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম এঁর সাথে মির্জাগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুর কুতুবুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাচিনা বেগম ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রমূখ।
এছাড়াও সাংবাদিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ তাদের মতামত প্রকাশ করেন। এতে উপজেলার বিভিন্ন ধরনের জনদুর্ভোগ, অনিয়ম, দুর্নীতি, নদী ভাঙ্গনসহ অবকাঠামোগত নানা সমস্যার কথা উঠে আসে। তবে প্রধান অতিথিও তার বক্তব্যে সেসব সমস্যার সমাধান ও প্রতিকারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন।
শেষে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
৪৩ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ১৩ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৪৭ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
১৫৪ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ২৩ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
১৫৮ দিন ৫ ঘন্টা ২৪ মিনিট আগে