পটুয়াখালীর মির্জাগঞ্জে আসাদুল হাসান মাকসুদ নামে এক ছাত্রলীগ নেতাকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যাচেষ্টা মামলার আসামি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার সুবিদখালী হাইস্কুল সংলগ্ন বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ছাত্রলীগ কর্মী ও শিক্ষার্থী সহ প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিল।
এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক জসীম উদ্দীন সবুজ মৃধা, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব মৃধা, সহ-সভাপতি আনোয়ার জোমাদ্দার এবং ওই ছাত্রলীগ নেতার পিতা মিলন মৃধা ও বোন মরিয়ম মর্তুজা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আসাদুল হাসান মাকসুদ একজন মেধাবী ছাত্র এবং জনপ্রিয় ছাত্রনেতা। সে অত্যন্ত সুনামের সাথে ছাত্রলীগের রাজনীতি করে আসছে। এর আগে সে সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ভোটে চিপক স্টুডেন্ট কেবিনেট নির্বাচিত হয়েছিল। ঘটনাটি ঘটেছে সুবিদখালী ডাকঘরের সামনে সড়কে। অথচ ওই সময় ছাত্রনেতা মাকসুদ সুবিদখালী কোর্টের সামনে অবস্থান করছিল। একটি কুচক্রী মহল পূর্ব শত্রুতার জেরে মাকসুদকে হয়রানি করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে এই মামলায় আসামী করেছে। মাকসুদ যাতে ছাত্রলীগের রাজনীতি না করতে পারে সেই লক্ষ্যে একটি গ্রুপ ওর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সেইসাথে ওই মামলার সুষ্ঠু তদন্ত করে নির্দোষ ছাত্রদের মামলা থেকে অব্যাহতি দেয়ার দাবিও জানান বক্তারা।
উল্লেখ্য, গত ২৮ জুন রাতে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে উপজেলা ডাকঘরের সামনে সড়কের উপর আতাউল্লাহ নামে কলেজছাত্র উপর স্থানীয় একটি কিশোর গ্যাং অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর জখম হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। ওই কলেজ ছাত্র বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় গত ১লা জুলাই তার পিতা সত্তার হাওলাদার বাদী হয়ে ১৩ জন আসামীর নাম উল্লেখ করে মির্জাগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় আসাদুল হাসান মাকসুদ কে ৪ নং আসামি করা হয়।
কলেজ ছাত্র আতাউল্লাহ ঢাকা পলিটেকনিক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
৪৩ দিন ২১ ঘন্টা ২৯ মিনিট আগে
৬৯ দিন ১২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩১ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৪৭ দিন ৬ ঘন্টা ৪১ মিনিট আগে
১৫৪ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫৫ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৫৮ দিন ৫ ঘন্টা ৪৩ মিনিট আগে