পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা'র ৭৭ তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঋষিবাড়ী রোড়স্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় গিয়ে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি গাজী আত্হার উদ্দিন আহমেদ'র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, আব্দুল বারেক সিকদার, অ্যাডভোকেট ইউসুফ আলী ও যুগ্ন সাধারন সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ প্রমুখ।
পরে জন্মদিনের কেক কাটা এবং বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
এসময় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও কৃষকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিল।
৩৭ দিন ২৫ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১২৪ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে