ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও মুসলমানদের পবিত্র স্থান আল-আকসা মসজিদে হামলার প্রতিবাদে পটুয়াখালীর মির্জাগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ মির্জাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন বাকেরগঞ্জ-বরগুনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অত্র সংগঠনের সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা নুর খান'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু-সালেহ মোঃ খাইরুল্লাহ'র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্র সংগঠনের দেউলী সুবিদখালী ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসাইন (সুফি সাহেব), সহ-সভাপতি মাওলানা নেছার উদ্দিন, মির্জাগঞ্জ উপজেলা যুব হিজবুল্লাহ'র সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ'র সভাপতি মাওলানা আবু সালেহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অসহায় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো প্রত্যেক মুসলমানদের ঈমানি দায়িত্ব। ইসরায়িলের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিমদের ঐক্যবদ্ধভাবে তীব্র প্রতিরোধ গড়ে তুলে হবে।
আরো বলেন, দখলদার ইসরায়েল আমাদের প্রথম কেবলা দখল করার পাঁয়তারা করছে। ফলে মুসলিম হিসেবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। তবে পশ্চিমা মিডিয়াগুলো এটাকে ওয়ার ইন ইসরায়েল বলছে। তারা চায় গাজা থেকে চিরতরে মুসলিমরা সরে যাক। আমরা মুসলিম হয়েও তাদের সাহায্য করতে পারছি না। এ কর্মসূচি থেকে আমরা ফিলিস্তিনিদের সহানুভূতি জানাচ্ছি। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীকে ইসরায়েলের প্রতি নিন্দা প্রস্তাব আনার জন্য আহ্বান জানান বক্তারা।
৩৭ দিন ৩৪ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২৪ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে