পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা জাতীয় শ্রমিকলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী এক বছরের জন্য ৪৫ সদস্য বিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে জেলা কমিটি।
নবগঠিত কমিটিতে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ফারুক খানকে সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা মহসিন খানকে সাধারণ সম্পাদক করা হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহসিন খান বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী এবং আগামী সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্য নিয়ে উপরের নির্দেশনা মোতাবেক কাজ করবো। এজন্য আমি সকলের কাছে সহযোগিতা ও দোয়া চাই।
নবনির্বাচিত সভাপতি ফারুক খান বলেন, আমাকে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নির্বাচিত করায় জেলা, উপজেলা ও ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সকল সদস্যবৃন্দকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমি সততা ও নিষ্ঠার সাথে এই অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করে যাবো। আমি কমিটির সকল সদস্যবৃন্দকে সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট সংগ্রহের মাধ্যমে নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করবো। তাই সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করি।
জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে এবং আওয়ামী লীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করতে হবে। তাই দলের ত্যাগী, পরীক্ষিত ও যোগ্যদের নিয়ে এক বছর মেয়াদি নির্বাচনমুখী এই কমিটি গঠন করা হয়েছে।
৩৭ দিন ৩১ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২৪ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে