শুক্রবার (৩ নভেম্বর) বিকালে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের সুলতানাবাদ গাজিরহাট বাজার সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পার্শ্ববর্তী বড়গুনা উপজেলার আয়লা পাতাকাটা একাদশকে ২-১ সেটের ব্যবধানে হারিয়ে মির্জাগঞ্জের গাবুয়া একাদশ চ্যাম্পিয়ন হয়। এ প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে।
দীর্ঘদিন পরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে স্থানীয়দের উপচেপড়া ভিড় ছিল। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিভিন্ন এলাকার প্রায় পাঁচ সহস্রাধিক নানা বয়সী মানুষ এই খেলা উপভোগ করেছেন। করতালির মধ্য দিয়ে খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন তারা। হৈ-হুল্লোড়ে মাঠ কাঁপিয়েছেন শিশু কিশোররা। গাজিরহাট যুব সংঘ'র উদ্যোগে এত বড় অয়োজনে খুশি স্থানীয়রা।
হাডুডু খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং রানার্সআপ দলকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল মৃধার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান, মজিদবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ্ (শানু মোল্লা), মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ফারুক খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মাসুদ রানা জালাল জোমাদ্দার, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী আবু বেপারী, কৃষক লীগের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন জোমাদ্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ জোমাদ্দার, সাবেক দপ্তর সম্পাদক আবদুর রহিম সজল প্রমুখ।
খেলা দেখতে আসা স্থানীয় দর্শক ও অতিথিরা জানান, একটা সময় ছিল প্রতিটি গ্রামে হাডুডু খেলা হতো এখন আর হাডুডু খেলা তেমন দেখা যায় না। দীর্ঘদিন পরে বিভিন্ন স্থান থেকে আসা খেলোয়াড়দের খেলা দেখতে আমাদের ভালো লেগেছে।
তাঁরা আরো বলেন, হাডুডু খেলা আমাদের ঐতিহ্য। এই খেলাকে বাঁচিয়ে রাখতে মাঝে মাঝে এমন আয়োজন প্রয়োজন। এখনকার গ্রামের অনেক শিশু-কিশোর হাডুডু খেলা কি তা চোখেই দেখেনি। যেহেতু এটি আমাদের দেশের জাতীয় খেলা তাই খেলাটি চালু রাখা আবশ্যক।
৩৭ দিন ২৭ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১২৪ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে