পটুয়াখালীর মির্জাগঞ্জে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শহিদুল ইসলাম আকন (৩৩) নামের এক জেলের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সোমবার (৬ নভেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মৃত শহিদুল ওই গ্রামের হাশেম আকনের ছেলে এবং সে তিন সন্তানের জনক ছিলেন। তিনি পায়রা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শহিদুল ইসলাম ঘটনার সময় একই বাড়ীর হারুন আকনের পুকুরে মাছ ধরার জন্য ইলেকট্রিক ওয়াটার পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কিছুক্ষন পরে প্রতিবেশীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সংরক্ষিত মহিলা ইউপি সদস্য খাদিজা বেগম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইন মেনে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
৩৭ দিন ২৫ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ২৯ মিনিট আগে
১২৪ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৪০ মিনিট আগে