"নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ" প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা ও পাঁচজন জয়িতা নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান’র সভাপতিত্বে বক্তব্য অনুষ্ঠানে রাখেন- মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর বেগম, মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারুক খান, জয়িতা নারী শেফালী বেগম ও শাবানা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত পাঁচজন সফল নারী জয়িতার মধ্যে সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শেফালী বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় শাবানা আক্তার, সফল জননী নারী জাহানারা বেগম, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী অর্চনা রানী দেবনাথ, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শারমিন সুলতানা লিনা কে সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
৩৭ দিন ২৭ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৩১ মিনিট আগে
১২৪ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ১৫ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে