পটুয়াখালীর মির্জাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহ আলম (৩৬) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টায় উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহ আলম উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের মির্জাগঞ্জ গ্রামের মৃত সিরাজ হাওলাদার ছেলে। তিনি সুবিদখালী বাজারে মাছের ব্যবসা করতেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে শাহ-আলম তার ব্যবসায়ীক সঙ্গী ও মোটরসাইকেল ড্রাইভার হাসানকে নিয়ে নিজ বাড়ী থেকে মোটরসাইকেল যোগে সুবিদখালী যাচ্ছিলেন। এসময় মির্জাগঞ্জ-আন্দুয়া আঞ্চলিক সড়কের নূরে মদিনা মাদ্রাসা সংলগ্ন বাবুল সোমাদ্দারের চা দোকানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেকারীর পন্যবাহী ভ্যানগাড়ি দেখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পরে। এতে শাহ-আলম মাথায় গুরুতর আঘাত পেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করলেও স্বজনরা পরদিন নিবেন বলে তাকে ওখানেই ভর্তি করায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, অবস্থা গুরুতর দেখে গতকালকেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করা হয়েছিল। তবে কি কারণে তার স্বজনরা বরিশালে নেয়নি তা আমাদের জানা নেই।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এব্যাপারে নিহতের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি।
৩৭ দিন ৩৮ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৪১ মিনিট আগে
১২৪ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৫২ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে