পটুয়াখালীর মির্জাগঞ্জে পরিত্যক্ত ভিটা (ছাড়াভিটা) থেকে মাটিচাপা দেওয়া অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৩০ ডিসেম্বর) রাত ১১ টার দিকে কাকড়াবুনিয়া ইউনিয়নের দক্ষিণ কলাগাছিয়া গ্রাম থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় সনাক্ত করা যায়নি। ২-৩ দিন আগে মরদেহটি চাপা দেওয়া হতে পারে বলে ধারণা স্থানীয়দের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে স্থানীয় কৃষক ফারুক মৃধা তার ধানক্ষেতে গিয়ে ফসল এলোমেলো অবস্থায় দেখতে পান। এতে তিনি রাগান্বিত হয়ে কিছুক্ষণ ডাকাডাকি করে তার বোন জামাই আজিজ আকনের কাছে গিয়ে বিষয়টি জানান এবং তাকে ক্ষেতে নিয়ে আসেন। এসময় তারা ক্ষেতের মাঝখানে চলার পথের মতো দেখতে পেয়ে সামনের দিকে এগিয়ে গেলে ক্ষেতের পশ্চিম পার্শ্বে একটি পরিত্যক্ত ভিটায় মাটিচাপা দেওয়ার মতো দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় জলিল মেম্বারের ছেলে সাগর চৌকিদারকে জানালে তিনি লোকজন নিয়ে এসে বিষয়টি দেখে সন্দেহজনক মনে হওয়ায় থানা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মাটি খুড়ে এক নারীর মরদেহ দেখতে পান। পুলিশের কাছে বিষয়টি চাঞ্চল্যকর মনে হলে তারা সিআইডিকে খবর দেন। সিআইডি এসে লাশের আঙ্গুলের ছাপ নিয়ে পরিচয় সনাক্তের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠান।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ গুম করার জন্য মাটিচাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।
৩৭ দিন ৩৪ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৩৭ মিনিট আগে
১২৪ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ২১ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৫১ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে