পটুয়াখালীর মির্জাগঞ্জে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজাসহ মোঃ জুলহাস খান (৩০) এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার (১০ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের পায়রাগঞ্জ এলাকা থেকে ১১০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। সে ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত ইউসুফ খানের ছেলে। আটককৃত জুলহাস একজন মাদক কারবারি বলে জানায় পুলিশ। এছাড়াও তিনি তার স্ত্রী রিনা বেগমকে দিয়ে এলাকার বিত্তবানদের বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন বলেও জানায় এলাকাবাসী। একাধিক ভুক্তভোগীর সাথে কথা বলে এর সত্যতাও পাওয়া যায়।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, আটককৃত জুলহাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
৩৭ দিন ৩৬ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২৪ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে