পটুয়াখালীর মির্জাগঞ্জে বেসরকারি উন্নয়নমূলক সংস্থা রূপান্তর এনজিও’র আস্থা প্রকল্প কর্তৃক গঠিত উপজেলা যুব ফোরামের অভিজ্ঞতা বিনিময় বিষয়ক ত্রিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। একই সাথে শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভাও করা হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার কলেজ রোডস্থ পুরাতন শিশু হাসপাতলে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ফোরামের আহ্বায়ক আদনান হোসেন শাওনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব ফোরামের নাগরিক নেতা সাংবাদিক মোঃ আবদুর রহিম সজল, সংস্থাটির প্রকল্প কর্মকর্তা গোলাম মোস্তফা, জেলা সমন্বয়ক অনুপ রায় ও সুবিদখালী মডার্ন চাইল্ড প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মাওলানা আবু সালেহ।
সভায় বক্তারা যুব ফোরামের সদস্যদের কাছে প্রকল্পটির লক্ষ্য ও উদ্দেশ্য এবং উপজেলা যুব ফোরামের বিভিন্ন কর্মকান্ড তুলে ধরেন। সেইসাথে বিভিন্ন ইউনিয়নে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় অবহিতকরণ শীর্ষক উঠান বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৩৭ দিন ৩৬ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৩৯ মিনিট আগে
১২৪ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৫০ মিনিট আগে