পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে 'ঐতিহাসিক ৭ই মার্চ' জাতীয় দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল দশটায় উপজেলা চত্বরে পর্যায়ক্রমে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, মির্জাগঞ্জ থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল, সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, সহকারী কমিশনার (ভূমি) ইমরান জাহিদ খান, থানার ওসি হাফিজুর রহমান প্রমুখ। শেষে বিভিন্ন স্কুল-কলেজে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
৩৭ দিন ৩১ মিনিট আগে
৬২ দিন ১৫ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২৪ দিন ৪ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৪০ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪৭ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৪৮ দিন ১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৫১ দিন ৮ ঘন্টা ৪৬ মিনিট আগে