পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব.) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়ি বহরে হামলা ও ভাংচুরের ঘটনায় আওয়ামী লীগের ১০২ জন নেতাকর্মীকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (২৬ আগস্ট) রাতে ভাঙচুরকৃত গাড়ির চালক আলমগীর হোসেন বাদী হয়ে মির্জাগঞ্জ থানায় এ মামলাটি দায়ের করেন।
এজাহারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক, সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক সহ যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। একই সাথে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরও ৫০-৬০ জনকে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মামলার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন এবং আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্র ঘোষিত উপজেলা পর্যায়ের অবস্থান কর্মসূচিতে যোগদানে যাওয়ার সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীর গাড়িবহরে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওইদিন বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং হামলায় কয়েকজন নেতাকর্মী আহত হয়।
৩৬ দিন ৭ ঘন্টা ৮ মিনিট আগে
৬১ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
১২৩ দিন ১১ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩৯ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
১৪৬ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৪৭ দিন ২০ ঘন্টা ২২ মিনিট আগে
১৪৭ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে
১৫০ দিন ১৫ ঘন্টা ২২ মিনিট আগে