বাংলাদেশিদের জন্য ইউরোপের সেনবেনভুক্ত দেশ পোল্যান্ডের ভিসা কার্যক্রম সহজ করার লক্ষ্যে সিলেটে ইউরোপিয়ান জব কন্সালটেন্সি এর উদ্যোগে ২৬ এপ্রিল বেলা ২.৩০টায় সিলেট শহরের গ্রান্ড প্যালেস হোটেলে এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে এশিয়ান রিজিয়ন অফ এপিএন রিক্রুয়েন্টম্যান্ট এজেন্সি পোল্যান্ড এর এম্বাসেডর রাজু আহমদ দোলন আমন্ত্রণে পোল্যান্ড থেকে আগত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পোল্যান্ডের নামকরা কোম্পানি APN Spzoo company এর পেসিডেন্ট মিঃ হেনরিক ওলসক, হিউম্যান রিসোর্স ম্যানেজার মিঃ লুকাস সেবুলাসহ ওই দেশের আরো কয়েকটি কোম্পানির মালিক-সিইও।
উক্ত সেমিনারে দেশ থেকে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বক্তব্য দেন আর্ক রিয়েল এস্টেট প্রাইভেট লিমিটেড এর এমডি মুহাম্মদ মুনতাসির আলী।
বিশেষ অতিথির বক্তব্য দেন সিলকো হোমস্ প্রাইভেট লিমিটেড এর এমডি তাজুল ইসলাম হাসান, হলি আরবান প্রাইভেট লিমিটেড এর এমডি মুহাম্মদ দেলোয়ার হোসাইন, শাহজালাল ট্রাভেলস্ এন্ড ট্যুরস এর পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন রুবেলসহ বিভিন্ন ট্রাভেলস এর পরিচালক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সেমিনারে পোল্যান্ডের প্রতিনিধিরা বক্তব্যে বলেন, বাংলাদেশিদের জন্য পোল্যান্ডের ভিসা কার্যক্রম সহজ করার লক্ষ্যেই আমরা সিলেটে একটি এবং ২৮ এপ্রিল ঢাকায় আরো একটি সেমিনার করবো। আশা করছি আজকের সেমিনারে আমাদের বক্তব্য থেকে উপস্থিত কয়েকশ ডেলিগেট পোল্যান্ডে ওয়ার্ক পারমিট এবং ভিসাসহ যাবতীয় তথ্য সম্পর্কে জানতে পেরেছেন। আমরা শতভাগ আশাবাদি সততা এবং সচ্চতার সাথে বাংলাদেশ থেকে পোল্যেন্ডে যেতে ইচ্ছুক ব্যক্তিদের কোনো ভোগান্তি ছাড়া সহজেই নিতে পারবো। ঢাকায় পোল্যান্ডের দূতাবাস না থাকায় ভিসা নিতে ইণ্ডিয়া এম্বাসি ফেস করতে হবে, তবে কোনো ইন্টারভিউ ছাড়াই তাদের ভিসা দিতে পারবো বলে আমরা শতভাগ আশাবাদি। পাসপোর্ট জমা দেয়ার সময় সামান্য কিছু টাকা জমা দিতে হবে, তবে ভিসা দিতে কোনো কারণে ব্যর্থ হলে সব টাকা আমরা ব্যাক করে দেবো। ভিসা এবং ওয়ার্ক পারমিট আসার পর নির্ধারিত টাকা পরিশোধ করতে হবে। বিস্তারিত জানার জন্য দেশে ঢাকা, সিলেট, মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে আমাদের কো-অর্ডিনেটর এবং এজেন্ট প্রতিনিধি রয়েছেন।
পোল্যন্ড থেকে আগত এশিয়ান রিজিয়ন অফ এপিএন রিক্রুয়েন্টম্যান্ট এজেন্সি পোল্যান্ড এর এম্বাসেডর রাজু আহমদ দোলন বলেন, আমি ২০১৬ সাল থেকে পোল্যেন্ডে বসবাস করে আসছি। প্রথমে জব করি, এরপর নিজে রেস্টুরেন্ট চালু করি। আমরা কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে এবং আমাদের সাথে আসা পোল্যান্ডের বিখ্যাত কয়েকটি কোম্পানির মালিক এবং ম্যানেজারও সাথে এসেছেন। সরাসরি আলাপ করে ইন্টারভিউ এর মাধ্যমে কেউ আবেদন করলে সব কাগজপত্র আমরা এম্বাসিতে জমা দিবো এবং বাকি সকল কাগজপত্র কোম্পানির মাধ্যমে করে দিবো, এতে বিদেশযাত্রীদের দুর্ভোগ লাঘব হবে। ভিসা জালিয়াতি বা টাকা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।
৬ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
২৫ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
৪০ দিন ৩৯ মিনিট আগে
৪১ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪৫ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৬ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৬ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে