নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন কিনবে মৌলভীবাজার পৌরসভা

মৌলভীবাজার পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বাসাবাড়ির ব্যবহৃত যত্রতত্র ফেলে দেয়া পবিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী ও পলিথিন ব্যাগসহ অন্যান্য উপকরণ এখন থেকে  কিনবে মৌলভীবাজার পৌরসভা। 

সপ্তাহে একদিন প্রতি রোববার বিকালে বসবে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী ও পলিথিন ক্রয়ের এই হাট। আগামি ৯ জুলাই রবিবার বিকেল সাড়ে ৩ টায় মৌলভীবাজার পৌরসভার সম্মুখস্থ মেয়র চত্বরে পলিথিন ক্রয়ের হাট বসবে বলে জানান মৌলভীবাজার পৌর মেয়র মো. ফজলুর রহমান। 

পৌর মেয়র আরও বলেন, যত সময় পর্যন্ত বিক্রেতারা এসব মালামাল নিয়ে আসবেন ততক্ষণই চলবে এই হাট। ওই হাটে বিক্রেতারা যা বিক্রি করতে পারবেন তা হলো বাসাবাড়ি, দোকান, অফিস, বেকারি ও রেস্টুরেন্টেসহ সবধরনের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবহৃত পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, বিস্কুটের প্যাকেট, আইসক্রিম, চকলেট-চুইনগামের প্যাকেট, শপিং ব্যাগ, নানা জাতের খাদ্যদ্রব্য ও মসলার প্যাকেট, বিভিন্ন জাতের প্লাস্টিকের বোতলসহ নানা উপকরণ ওই হাটে ক্রয় করা হবে। পৌর শহরের জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা আরও সচল, সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় মূলত এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বলে তিনি জানান।

নতুন এই হাটের বিষয়ে মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান গণমাধ্যমকর্মীদের আরও জানান, পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি। তাছাড়া শহরের ড্রেনেজ ব্যবস্থায় চরম প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করে। বাসাবাড়ি, দোকান, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ড্রেনের মধ্যে এ সকল অপচনশীল বর্জ্য ফেলে দেয়াতে ড্রেন বন্ধ হয়ে যায়। এ কারণে টানা বৃষ্টি হলে শহরের অনেক স্থানেই জলাবদ্ধতা দেখা দেয়। এসব জনভোগান্তি ও দুর্ভোগের বিষয়টি আমলে নিয়ে তা থেকে স্থায়ী পরিত্রাণ পেতে ও নাগরিকদের নিজেদের দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধিতে এই  উদ্যোগ। 

চলতি জুলাই মাসের শেষের দিকে ও আগামী মাসের শুরুতে শহরের প্রতিটি বাসাবাড়ি থেকে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদাভাবে সংগ্রহ করা হবেও জানা যায়। আর সেই লক্ষ্যে এখন থেকে বাসাবাড়িতে আলাদা আলাদা ডাস্টিবিন দেয়ার কার্যক্রম চলছে। মেয়র জানান, শহরের পরিবেশ ও সৌন্দর্য বর্ধনে ফুল ও ফলের গাছসহ নানা জাতের গাছ লাগানোর কার্যক্রম অব্যাহত থাকবে। পৌর নাগরিকদের সার্বিক সহযোগিতার পাশাপাশি এই শহরের সৌন্দর্য রক্ষায় সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসারও আহবান জানান পৌর মেয়র মো. ফজলুর রহমান।

আরও খবর