মৌলভীবাজার পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের দুইশত দুই কোটি ছিয়ানব্বই লক্ষ তেষট্টি হাজার পাঁচশত ঊনআশি টাকা ছয় পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ জুলাই) সকালে মৌলভীবাজার পৌরসভার হল রুমে বিশাল অর্থের বাজেট ঘোষণা করেছেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ, নাহিদ হোসেন, পার্থ সারথী পাল, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিম্মি আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক,পৌর কর্মকর্তা, ইলেকট্রনিক এবং বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
পৌর মেয়র জানান, পৌরসভার সর্বমোট নুজস্ব রাজস্ব আয় ১৫ কোটি ৮৩ লক্ষ ১৩ হাজার ৯৯৬ টাকা, রাজস্ব ব্যয় ১৪ কোটি ৩ লক্ষ ২১ হাজার ১১৬ টাকা, উদ্বৃত্ত ১ কোটি ৭৯ লক্ষ ৯২ হাজার ৮৮০ টাকা।
বাজেট বক্তব্যে পৌর মেয়র ফজলুর রহমান আরও বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে আমি মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলাম। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে আমি এসব ঋণ পরিশোধ করেছি। এ সময় তিনি পৌরসভাকে আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য নানা উদ্যোগ ও পরিকল্পনার কথাও সবার সামনে তুলে করেন।