ফেলানী থেকে স্বর্নাসহ বিএসএফ কর্তৃক সীমান্তে হত্যার প্রতিটি ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত দাবি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী মৃত্যুর প্রতিপাদে মৌলভীবাজারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারের শিক্ষার্থীরা।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি সঞ্চালনায় ছিলেন শাহ মিসবাহ ও আশরাফ উদ্দীন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মৌলভীবাজারের শিক্ষার্থী তানিজিয়া শিশির,জাকারিয়া ইমন, মীর নিজাম, সুমন আহমদ, শাহান চৌধুরী, শামায়েল রাহমান, জাবেদ রাহমান, শাহ উসনান আলী জাকি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফেলানী থেকে স্বর্নাসহ বিএসএফ কর্তৃক সীমান্ত হত্যার প্রতিটি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, চলতি মাসের গত ১ সেপ্টেম্বর সন্ধ্যারাতে কুলাউড়ার লালারচক সীমান্তে ভারতীয় বিএসএফ এর গুলিতে কিশোরী স্বর্না দাস এর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার দুই দিন পর স্বর্ণার মরদেহ হস্তান্তর করে বিএসএফ। স্বর্ণা পাশ্ববর্তী জুড়ী উপজেলার নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এই ঘটনাকে নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে কুলাউড়া-জুড়ীসহ পুরো মৌলভীবাজারবাসী।
৬ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
২৫ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
৪০ দিন ৩৯ মিনিট আগে
৪১ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪৫ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৬ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৬ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে