ভারতে পুরোহিত কর্তৃক বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজারের সাধারণ শিক্ষর্থীরা।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলার সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আয়োজিত বিক্ষোভ মিছিলটি মৌলভীবাজার প্রেসক্লাব এর সামনে থেকে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ, আশরাফ উদ্দিন শফি, শাহ মিসবাহ, রুহুল আমি, শাহ উসমান আলি জাকি, কামরুল হাসান শাওন আহমদ, অমি মিয়া এবং ইমাদ উদ্দিন।
এ সময় সাধারণ শিক্ষার্থীরা বলেন, ভারতের পুরোহিত রামগীরী ও বিধায়ক রানে কর্তৃক বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) নিয়ে কটূক্তি করে কোটি কোটি মুসলমানদের হৃদয়ে আঘাত হেনেছে নবীজীর দুশমনেরা। অবিলম্বে এই দুই কটুক্তিকারীর সর্বোচ্চ বিচার করতে হবে। দেশের অন্তর্র্বতী সরকারকে রাষ্ট্রীয়ভাবে পুরোহিত রামগীরী ও বিধায়ক রানেকে দ্রুত বিচারের আওতায় আনতে ভারত সরকারকে চাপ দেয়ারও আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা।
৬ দিন ৮ ঘন্টা ২২ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৫ দিন ৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৪০ দিন ৪১ মিনিট আগে
৪১ দিন ৩ ঘন্টা ১০ মিনিট আগে
৪৫ দিন ২ ঘন্টা ৩২ মিনিট আগে
৪৬ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪৬ দিন ২১ ঘন্টা ৭ মিনিট আগে