সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করুন : আরিফুল ইসলাম জিয়া
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণসহ সার্বিক উদ্যোগ গ্রহণের সবাইকে আন্তরিক ও সচেতনতার সাথে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল।
১১ অক্টোবর (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল এর কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট (বিসিকেটি)এর পরিচালক আরিফুল ইসলাম জিয়া।
বিবৃতিতে আরিফুল ইসলাম জিয়া বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, হিন্দু সম্প্রদায় দুর্গাপূজার উৎসবটি যাতে করে যথাযথ মর্যাদা ও গাম্ভীর্য নিয়ে উদযাপন করতে পারেন এজন্য সবধরনের নিরাপত্তার বিষয় বিবেচনায় নিয়ে রাষ্ট্রীয় নিরাপত্তা জোরদার করতে হবে। দেশের কোনো মন্দির বা মণ্ডপে যেন কোনো কুচক্রীমহল পূজা উদযাপনের পরিবেশে বিঘ্ন না ঘটাতে পারে সবাইকে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে।
তিনি বলেন, ‘বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে পরিচিত। এ দেশে আবহমানকাল ধরে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে বসবাস করে আসছেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানের ফসল হিসেবে দেশ স্থিতিশীলতার দিকে অগ্রসর হচ্ছে এবং ইতিবাচক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। তা সত্ত্বেও কিছু স্বার্থান্বেষীর অপতৎপরতায় দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্তে লিপ্ত হচ্ছে।
আরিফুল ইসলাম জিয়া আরও বলেন, পলাতক সরকারের চক্রান্তে তাদের লেলিয়ে দেওয়া নেতাকর্মীরা যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে তার জন্য সবাইকে সার্বক্ষণিক সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
৬ দিন ৮ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ দিন ১ ঘন্টা ৪০ মিনিট আগে
২৫ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে
৪০ দিন ৩৯ মিনিট আগে
৪১ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৪৫ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
৪৬ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪৬ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে