নাগেশ্বরীতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ২ বাস কাউন্টারে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ডোমারে 'সবার পাঠশালা'-এর শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত ফুলবাড়ীতে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে সংলাপ অনুষ্ঠিত নাগেশ্বরীতে পরিবার পরিকল্পনা অফিসের সেবা বন্ধ নেই ঈদেও ড. ইউনূসকে যা বললেন মোদি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত ডোমারে সাংবাদিক নির্যাতন, গ্রেপ্তার-১ ঝিনাইদহে কবরস্থানে বসবাস করছে অসহায় পরিবার, সাহায্যের আহ্বান বাবা-মায়ের শেষকৃত্য সম্পন্ন, জানল না শিশু আরাধ্য সবার পাঠশালার শীর্ষ নেতৃত্বে সিহাব-প্রাণহরি মোংলা বন্দরে নতুন আরেকটি অর্থনৈতিক অঞ্চল করতে আগ্রহী চীন হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ মধুপুরে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিউটি পার্লারের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন শ্রীমঙ্গলে ইসলামী ছাত্রশিবিরের সাবেক এবং বর্তমান জনশক্তিদের নিয়ে ঈদ পুণর্মিলনী পূর্ব সোনার পাড়া আদর্শ সামাজিক সংঘ এর আলোচনা সভা ও ঈদ পূণর্মিলনী সম্পন্ন। শার্শার বিভিন্ন ইউনিয়নে বিএনপি নেতৃবৃন্দের ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কুলিয়ারচরে ফরিদপুর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্ভোধন কুলিয়ারচরে স্মারক জয়ন্তী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঈদের ছুটিতে ঝিনাইগাতীর গজনী অবকাশ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীদের আগমন জমজমাট লালপুরে স্ত্রী সন্তানের ওপর রাগ করে নিজের বাড়িতে আগুন

মৌলভীবাজারে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার, শিক্ষা অফিসার, ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা


বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন (গভ. রেজি. নং এস-১০২৮/৯৮) এর উদ্যোগে দেশব্যাপী বৃত্তি পরীক্ষা ২০২৪-এর অংশ হিসেবে মৌলভীবাজারেও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল দশটা থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল, জুড়ী উপজেলায় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং রাজনগর উপজেলায় রাজনগর আইডিয়েল হাই স্কুল কেন্দ্রে শতাধিক স্কুলের সহস্রাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন রাজনগর আইডিয়েল হাই স্কুল কেন্দ্র পরিদর্শন করেন রাজনগর উপজেলা শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, স্টেশন অফিসার ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোহাম্মদ আলী হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বোরহান উদ্দিন ইসলামিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের ভাইস প্রিন্সিপাল আশিকুর রহমান চৌধুরীসহ রাজনগর থানা পুলিশের একটি টিম।

রাজনগর কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের রাজনগর উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রাশীদ সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা বকস্।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জুড়ী প্রেসক্লাবের সদস্য ও আমার দেশ প্রতিনিধি হারিছ মোহাম্মদ প্রমুখ।

জুড়ী উপজেলায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌলভীবাজার জেলা সেক্রেটারি মনিরুল ইসলাম এবং সহকারী সচিবের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের জুড়ী উপজেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম।

শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল কেন্দ্রে হল সুপারের দায়িত্ব পালন করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের শিক্ষক মোঃ আফসার মিয়া।

মৌলভীবাজার জেলায় মোট তিনটি কেন্দ্রে শতাধিক কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির সহস্রাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। এছাড়া সারা দেশব্যাপী ১৬৬টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অর্ধলক্ষাধিক শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মিসেস মনোয়ারা ভুইয়া ও মহাসচিবের দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ মিজানুর রহমান সরকার।

বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারায় অভিভাবক, শিক্ষার্থী, কক্ষ পরিদর্শকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক ও জেলা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম।


আরও খবর