সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিএনপি নেতা-কর্মীরা বিভিন্ন জেলা-উপজেলা থেকে পায়ে হেঁটে আসতে শুরু করেন নগরীর মাসকান্দা এলাকার ময়মনসিংহ পলিটেকনিক ইনিস্টিটিউট মাঠে। বিএনপির কর্মী সমর্থকদের অভিযোগ, গণপরিবহন না চলায় বিভিন্ন ছোট পরিবহনে নগরীর আশেপাশের এলাকায় আসতে বাধ্য হয়েছেন তারা। পরে সেখান থেকে হেঁটে সমাবেশ স্থলে এসেছেন। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ থেকে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। তবে সমাবেশে যাওয়ার পথে তাদের বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন তারা। এরমধ্যেই সকাল থেকেই বিএনপির সমর্থক নেতা-কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। সমাবেশের প্রধান অতিথি দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে বক্তব্য রাখেন স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপি চেয়ারপার্সনে উপদেষ্টা মশিউর রহমান। সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম। বিকেল ৫টার দিকে ময়মনসিং স্টেশন রোডে বিএনপি ও আওয়ামী লীগের নেতার্কমীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় স্টেশনে অবস্থান যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।
৬৫৯ দিন ৪ ঘন্টা ০ মিনিট আগে
৬৫৯ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
৬৭২ দিন ৬ ঘন্টা ০ মিনিট আগে
৬৮৬ দিন ১৫ ঘন্টা ২ মিনিট আগে
৬৮৯ দিন ২৫ মিনিট আগে
৬৮৯ দিন ১৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
৬৮৯ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
৬৮৯ দিন ১৪ ঘন্টা ৫৩ মিনিট আগে