উদ্বোধনের পরেরদিন (২৬ জুন) সকাল ৬ টা থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা
হয় পদ্মাসেতু। টোল দিয়ে পারাপারে অন্যান্য সকল যানবাহনকে পেছনে ফেলে দেয়
দুই চাকার মটরসাইকেল। অনেকেই তুলেছেন গতির ঝড়! এরই খেসারত দিলেন দুই যুবক।
রাত আনুমানিক ৯ টার দিকে পদ্মা সেতুর উপরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়
নিহত হন মো. আলমগীর হোসেন (২২) ও মো. ফজলু (২১) নামের দুইজন। বিভিন্ন
সুত্র থেকে পাওয়া খবরে জানা যায়, টোল দিয়ে বেপরোয়া গতিতে বাইক চালাচ্ছিলেন
এই দুজন। এরপর ই দুর্ঘটনার সম্মুখীন হন তারা। দুর্ঘটনায় তাদের শরীরের
বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। উপস্থিত সাধারন জনতা এবং পুলিশের
সাহায্যে তাদের দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পরে কর্তব্যরত ডাক্তার
তাদের মৃত ঘোষনা করেন। তাদের ব্যবহৃত কাল রঙের এপাচি ফোর ভি বাইকটির
সাম্নের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ই সরকারের এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে
অনির্দিষ্টকালের জন্য ২৭ জুন ভোর ৬ টা থেকে সকল প্রকার মটরসাইকেল চলাচল
নিষিদ্ধ করা হয়েছে পদ্মা সেতুতে। ধারনা করা হচ্ছে, টোল প্লাজায় অতিরিক্ত
যানযট এড়াতে এবং অতি উৎসাহী বাইকারদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত
নেয়া হয়েছে।