বিজয়ের পাল
- ফরিদুল ইসলাম সূর্য
কোনো এক স্বপ্ন আছে
এ দু'টি চোখে,
"করিতে পারিবে না পূরণ"
এটাই শুধু বলে লোকে।
স্বপ্ন পূরণ করিতে হইলে
কষ্ট করিতে হইবে,
মাঠ ছেড়ে পালিয়ে গেলে
সম্মান না রইবে।
যেটুকু রইবে তা হবে
যে শুধুই অপমান,
এগুলোই আমাদের
চলমান সমাজের রীতি বর্তমান !
তোমার স্বপ্নের কথা শুনিয়া
আবার অনেকেই ভাববে পাগল,
আসলেই তাদের যে
আজ মাথায় গন্ডগোল।
সমাজ আমার নয় যে খারাপ
আমরাই করেছি পাপ,
আমাদের ভন্ডামীতে আজ
সমাজ হইয়াছে খারাপ।
এতোকিছুর পরেও আমি
ছাড়িবো না হাল,
একদিন ঠিকই তুলিবো আমি
স্বপ্নের নৌকায় বিজয়ের পাল!
৫ দিন ২ ঘন্টা ৪ মিনিট আগে
৬ দিন ১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ দিন ১৮ মিনিট আগে
৯ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১৬ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে
২১ দিন ৪১ মিনিট আগে
২৯ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে