বিশ্বকবি ও জাতীয় কবি স্মরণে নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত সংগীত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান।
নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. সামছুল আলম বাহারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর ও বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটি প্রেস ক্লাবের সভাপতি মো. এনায়েত করিম,নির্বাহী সদস্য কেএম সবুজ,শিক্ষক নাজমুল হায়দার বাদল,সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবির হোসেন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
১৪ দিন ১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭৩ দিন ১৩ ঘন্টা ১০ মিনিট আগে
৯৪ দিন ১৩ ঘন্টা ৩১ মিনিট আগে
১২৯ দিন ৮ ঘন্টা ৩ মিনিট আগে
১৮৫ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৬৫ দিন ৯ ঘন্টা ২৫ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৭১ দিন ১১ ঘন্টা ১ মিনিট আগে