ঝালকাঠির নলছিটিতে জাতীয় পুষ্টি সপ্তাহ ২৩'র উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীনের সভাপতিত্বে আলোচনা সভয় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, স্বাস্থ্য কমপ্লেক্সর আরএমও ডা. রাসেল ঢালী, অর্থবেটিক্স বিশেষজ্ঞ ডা. মেহেদী হাসান শিশু বিশেষজ্ঞ ডা. ফয়সাল ইসলাম প্রমুখ।
এ সময় উপজেলার মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান সেন্টু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাফিজুর রহমান, শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাঈমুন্নাহারসহ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মানবদেহে পুষ্টির প্রয়োজনিয়তা, পুষ্টি জ্ঞান, ও বয়সভেদে এর চাহিদা ছাড়াও সপ্তাহব্যাপী নানা কর্মসূচীর বিষয়ে আলোচনা করেন।
১৪ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭৩ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
৯৪ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
১২৯ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
১৮৫ দিন ১৩ ঘন্টা ২ মিনিট আগে
২৬৫ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৭১ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে