জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'র(অনুর্ধ-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে।
১১ জুন বিকেল সারে ৪টায় এ টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এমপি।
এ সময় তিনি বলেন এই টুর্নামেন্ট'র মাধ্যমে খেলোয়ার খুঁজে বের করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে খেলোয়ার তৈরি করতে হবে। খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। এবং দীর্ঘ দিন সুস্থ ও সুন্দর ভাবে বেঁচে থাকা যায়।
উপজেলা নির্বহী অফিসার জান্নাত আরা নাহিদ'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ'র চেয়ারম্যান ও জেলা আ'লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আ’লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, ব্যারিস্টার সুমাইয়া হোসেন অদিতি, সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায় প্রমুখ।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করে মোল্লারহাট একাদশ বনাম রানাপাশা একাদশ। খেলায় মোল্লারহাট ইউনিয়ন একাদশ ২-০ গোলে রানাপাশা একাদশকে পরাজিত করে। উক্ত খেলায় মাঠ পরিচালনা করেন মামুন মোল্ল, অরবিন্দ পোদ্দার তপু, রাহাত মল্লিক।
এরপর প্রধান অতিথি উপজেলা পরিষদ মিলনায়তে অনুষ্ঠিত স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন করেন।
১৪ দিন ১০ ঘন্টা ৪২ মিনিট আগে
৭৩ দিন ১৩ ঘন্টা ৮ মিনিট আগে
৯৪ দিন ১৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১২৯ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে
১৮৫ দিন ১২ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৬৫ দিন ৯ ঘন্টা ২৪ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৪২ মিনিট আগে
২৭১ দিন ১১ ঘন্টা ০ মিনিট আগে