ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
নলছিটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনালে অংশ গ্রহণ করে নলছিটি পৌরসভা একাদশ ও কুশঙ্গল ইউনিয়ন একাদশ। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে
উভয় দল নির্ধারিত সময়ে গোল করতে ব্যার্থ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে নলছিটি পৌরসভা ৫-৪ গোলে কুশঙ্গল ইউনিয়নকে পরাজিত করে। জেলা পর্যায়ে অংশ গ্রহন করার কৃতিত্ব অর্জন করে।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা আ'লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আ: ওয়াহেদ খাঁন, বীর মুক্তিযোদ্ধা খন্দকার মজিবুর রহমান, নলছিটি থানা অফিসার ইন চার্জ মু. আতাউর রহমান, উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সম্পাদক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলমগীর হোসেন আলো, ইউনিয়ন চেয়ারম্যান মো: আক্তারুজ্জামান বাচ্চু, মো: আলমগীর সিকদার, ওয়ার্ড কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, ডা: রাসেল ঢালী, সাংবাদিক প্রভাষক আমির হোসেন, সরকারী নলছিটি মার্সেন্টস্ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোহম্মদ আলমগীর হোসেন, সৃংস্কৃতি কর্মী তপন কুমার দাস প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানারআপ খেলোয়ারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাঠ পরিচালক হিসেবে ছিলেন অরবিন্দ পোদ্দার তপু, রাহাত মল্লিক ও শাকিব শাহরিয়ার।
১৪ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭৩ দিন ১৩ ঘন্টা ১২ মিনিট আগে
৯৪ দিন ১৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
১২৯ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
১৮৫ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
২৬৫ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৭১ দিন ১১ ঘন্টা ৪ মিনিট আগে