ঝালকাঠির নলছিটিতে স্বাস্থ্য উন্নয়নে "হেলথ প্রমোশন ফাউন্ডেশন চাই" শীর্ষক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বুধবার ১২ জুলাই সকাল ১০ টায় নলছিটি বাসস্ট্যান্ড বিজয় উল্লাস চত্বরে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
নলছিটি মডেল সোসাইটি ও সুজন - সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির আয়োজনে এতে সভাপতিত্ব করেন নলছিটি মডেল সোসাইটি'র নির্বাহী পরিচালক মোঃ খলিলুর রহমান মৃধা। জনস্বাস্থ্য উন্নয়ন এবং ভবিষ্যৎ স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠার দাবিতে বক্তব্য রাখেন সুজন- সুশাশনের জন্য নাগরিক নলছিটি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন, নলছিটি পৌরসভার কাউন্সিলর নরুন নাহার বেগম, উপজেলা জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান তাহমিনা বেগম, সাংবাদিক অরবিন্দ পোদ্দার প্রমূখ।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে দেশকে "ডিজিটাল বাংলাদেশ" থেকে "স্মার্ট বাংলাদেশ" রুপান্তরের পরিকল্পনা ব্যক্ত করেছেন। স্মার্ট বাংলাদেশের অন্যতম প্রধান উপাদান স্মার্ট স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য খাতের এই উন্নয়নকে অব্যাহত রাখতে দ্রুত কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো হেলথ প্রমোশন ফাউন্ডেশন প্রতিষ্ঠা ও তহবিল গঠন করা, অস্বাস্থ্যকরপণ্য সামগ্রিক, কোমল পানীও, তামাক, জাংক ফুড, একবার ব্যবহার্য প্লাস্টিকের উপর নির্ধারিত কর আরোপ করে হেলথ প্রমোশন ফাউন্ডেশন এর আর্থিক যোগান নিশ্চিত করা সহ গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন বক্তারা।
অবস্থান কর্মসূচির পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে এ সংক্রান্ত একটি স্মারকলিপি নলছিটি উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। অনুরুপ একটি স্মারকলিপি নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমানের কাছেও দেয়া হয়।
১৪ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭৩ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৯৪ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
১২৯ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
১৮৫ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
২৬৫ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৭১ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে