ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২৩।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা আওয়মী লীগ এবং সহযোগী ও অংগসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, সাংবাদিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর অংশ গ্রহণে পালিত হয় জাতীয় শোক দিবস।
দিবসটি উপলক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। সকাল ৯টা ১ মিনিটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত তারা নাহিদ'র সভাপতিত্বে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমী সমাপ্তি রায়, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মো: আ: ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইন চার্জ মো: আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা শিউলি পারভিন, উপজেলা প্রকৌশলী মো: ইকবাল কবির, সমাজ সেবা কর্মকর্তা মো: মোজাম্মেল হোসেন, যুবউন্নয়ন কর্মকর্তা মাহমুদ আলম জোমাদ্দার, সাবেক পৌর মেয়র (ভারপ্রাপ্ত) মো: ফারুক হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক জেলা পরিষদ সদস্য খোন্দকার মজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার (সা:) খান মতিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো: হাবিবুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল, পৌর আ'লীগ সাধারন সম্পাদক জনার্ধন দাস, মুক্তিযোদ্ধা সন্তার লাইজুর রহমান রিয়াজ, প্রশাসনিক কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনকের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল ও মুনাজাত করা হয়। এবং দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চলনা করেন একাডেমিক সুপার ভাইজার মো: বদরুল আমিন ও প্রভাষক আমির হোসেন।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে
উপজেলা মুক্তিযোদ্ধা মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
১৪ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৭৩ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে
৯৪ দিন ১৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
১২৯ দিন ৮ ঘন্টা ৮ মিনিট আগে
১৮৫ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
২৬৫ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৭১ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে