ঝালকাঠির নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ পালিত হয়েছে।
দিবসটি উদযাপন উপলক্ষ্যে ৫ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠান প্রধান মোঃ জলিলুর রহমান আকন্দ'র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস, মানছুরা বেগম, তারেক আহমেদ খান, সৌমিলি দাস প্রথমা, তাহিরা, কহিনুর আক্তার প্রিয়ন্তি কুন্ড, ফাহিয় ঐশি মন্ডল ঝিলিক প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা মোহম্মদ ফেরদৌস।