ঝালকাঠির নলছিটিতে ঘরহীন মিনারাকে ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন এক সাংবাদিক।
৯ অক্টোবর সোমবার দুপুরে উপজেলা নির্বার্হী অফিসারের কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ আর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য নলছিটি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের নান্দীকাঠি বাইপাস সড়ক ও চার নম্বর ওয়ার্ডের সবুজবাগে একটি পুকুরের উপরে তৈরি মাচানে মানবেতর জীবনযাপন করে আছিলেন মিনারা বেগম ও তার নাতি নিরব।
এ বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রচার হলে এগিয়ে আসেন প্রসাশনসহ মানবিক মানুষরা। অসহায় মিনারার ঘর নির্মাণে এগিয়ে আসেন নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকায় কর্মরত এক সাংবাদিক। তিনি ঘর নির্মাণের জন্য মিনারা বেগমকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেছেন।
এসময় উপস্থিত থেকে মিনারা বেগমের হাতে টাকা তুলে দেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মোঃ ছিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলা।
এসময় সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মোর্শেদা লস্কর, শিক্ষক মিলন কান্তি দাস, সাংবাদিক শরিফুল ইসলাম পলাশ, এখন টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি আল আমিন তালুকদার প্রমূখ।
উল্লেখ্য এ আর্থিক অনুদান ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি খলিলুর রহমান'র মাধ্যমে উপজেলা নির্বার্হী অফিসারের হাতে পৌছে দেন।
১৪ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭৩ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৯৪ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২৯ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
১৮৫ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
২৬৫ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৭১ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে