গরীব অসহায় মানুষকে এক বেলা খাওয়াতে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ঝালকাঠির নলছিটির একদল উদ্দমী তরুনরা। তারা এই সংগঠনের নাম দিয়েছেন ” নিমন্ত্রণ”।
প্রায় চল্লিশ জন দুস্থ, ছিন্নমূল ও অসহায় মানুষকে এক বেলার জন্য ভালো খাবারের আয়োজন করেন তারা এই সংগঠনের মাধ্যমে। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উদ্যোক্তারা সুবিধা গ্রহনকারীদের কেউ যাতে লজ্জিত বা বিব্রত না হন সেজন্য খাবারের সময় কোনো স্থিরচিত্রও প্রকাশ করেন নি।
এই উদ্যোগের প্রধান সমন্বয়কারী নলছিটির মানবিক যুবক ও নলছিটির বিনামূল্যে রক্তদানের সংগঠনের প্রধান মিল্লাত হোসেন খান বলেন, আজকের এই আয়োজনে বন্ধুবান্ধব, ছোট ভাই, বড় ভাই, শ্রদ্ধেয় কাকা এবং প্রবাসি ভাইদের সার্বিক সহযোগিতা এবং মানসিক শান্তির জন্য কিছু প্রিয়জনদের দাওয়াত দেয়া হয়, তারাও সাদরে আমাদের দাওয়াত গ্রহণ করে দুপুর ১ টার সময় চলে আসে, দাওয়াতি মেহমান ছিলো ২২জন, তাদের খাবারের পর অতিরিক্ত যাহা ছিলো তা পথিক সহ অন্যান্য ১৮ জন মেহমান সহ মোট ৪০ জনকে খাওয়ানো হয়, যারা সহোযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে দোয়া করেন, তারা যেন সব সময় ভালো উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারে। আমরা প্রতিমাসে অন্তত একবার অসহায় মানুষদের এক বেলা নিমন্ত্রণ করে খাওয়ানোর চেষ্টা অব্যাহত রাখবো।