আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ঝালকাঠির নলছটি উপজেলায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা।
সনাতন ধর্মালম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবকে আনন্দঘন ভাবে উদযাপন করতে উপজেলার প্রতিটি মন্দিরে চলছে দিনরাত ব্যাপক প্রস্তুতি। আর মাত্র কয়েক দিন বাকি। উপজেলার ২২ টি পূজা মন্ডপে তৈরি করা প্রতিমাগুলো অপেক্ষায় রয়েছে শেষ রংতুলির আঁচড়ের।
মন্দির গুলোতে প্রতিমা তৈরির কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলা হবে প্রতিমাগুলোর পূর্ণ রূপ। তবে শেষ মুহুর্তে গেট, প্যান্ডেল তৈরি ও আলোকসজ্জার কাজ চলছে পুরোদমে। এদিকে প্রতিমা তৈরি উপকরণের সংকট রয়েছে বলে দাবী করেছেন কারিগররা।
আর সনাতন ধর্মাবলম্বীদের দাবী বিগত বছরের মতো এ বছরেও ধুমধামের মধ্য দিয়ে উদযাপিত হবে শারদীয় দূর্গা উৎসব।
নলিছিটি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জনারধন দাস ও সম্পাদক তপন কুমার দাস বলেন, শান্তিপূর্ণ পূজা উদযাপনের জন্য সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। এবং সকল ধর্মের মানুষকে পাশে থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে নলছিটি থানা অফিসার ইন চার্জ মু. আতাউর রহমান বলেন, দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে উপজেলার মন্দিরগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, পুজোর আগে থেকেই প্রতিটি মন্দিরের কমিটিদের সাথে বিশেষ পুলিশের আইনি-শৃঙ্খলা সভা করা হয়েছে যাতে হিন্দু সম্প্রদায়ের মানুষ র্নিভয়ে নির্বিঘ্নে প্রতিটি মন্দিরে ভক্তি ভরে দেবী দর্শন করতে পারে।
উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম বলেন শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে প্রতিটি মন্দিরে সিসিক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি মন্দিরে সর্বদা মনিটরিং করা হচ্ছে যদি কোন সমস্যার সম্মুখিন হয় তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করার জন্য বলেন।
আগামী ২০ অক্টোবর মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা ২৪ অক্টোবর দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।
১৪ দিন ১০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৭৩ দিন ১৩ ঘন্টা ১৪ মিনিট আগে
৯৪ দিন ১৩ ঘন্টা ৩৫ মিনিট আগে
১২৯ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
১৮৫ দিন ১৩ ঘন্টা ৩ মিনিট আগে
২৬৫ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৭১ দিন ১১ ঘন্টা ৫ মিনিট আগে