ঝালকাঠির নলছিটিতে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হন।
এসময় বিটিভি থেকে সরাসরি প্রচারিত শেখ রাসেল দিবসের অনুষ্ঠান মালা বড় পর্দায় প্রদর্শণ করা হয়।
উপজেলা নির্বার্হী অফিসার মোঃ নজরুল ইসলাম'র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ'লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান, আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মু.আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান তালুকদার, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন, মোল্লারহাট ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু, উপজেলা যুব উন্নয়ন কর্নকর্তা মোহম্মদ মাহমুদ আলম জোমদ্দার, প্রকল্প বাস্তবায়ন অফিসার বিজনকৃষ্ণ খরাতিসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস পালিত হয়েছে।