"সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস -২০২২ পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ গেট সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জান্নাত আরা নাহিদ।
নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল'র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর ও সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল আলম বাহার, সদস্য এনায়েত করিম, সদস্য একরামুল করিম মিঠু, সাংবাদিক তপন কুমার দাস, পলাশ তালুকদার, অরবিন্দ পোদ্দার তপু প্রমুখ।
এছাড়াও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।