ঝালকাঠির নলছিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
৩১ বার তোপ ধ্বনির মাধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সকাল সারে ৮টায় নলছিটির চায়না মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা আ'লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বানিজ্য মন্ত্রনালয়ের উপ-সচিব মাজহারুল ইসলাম।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা নাহিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আ.ওয়াহেদ খান, নলছিটি থানার অফিসার ইনচার্জ মুঃ আতাউর রহমান, তদন্ত অফিসার মনোরঞ্জন মিস্ত্রি, সাবেক জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম চৌধুরী দুলাল পৌর আ'লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ফারুক হোসেন, সাধারন সম্পাদক জর্নাধন দাস, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল নেতৃবৃন্দ প্রমুখ।
সকাল সারে ৭টায় বধ্যভূমি ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে অনুষ্ঠিত সভায় বীর যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান সূচিতে হাসপাতাল, ইয়াতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদদের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
১৪ দিন ১০ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭৩ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
৯৪ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১২৯ দিন ৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮৫ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৬৫ দিন ৯ ঘন্টা ১৯ মিনিট আগে
২৬৫ দিন ১৬ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৭১ দিন ১০ ঘন্টা ৫৬ মিনিট আগে