ইসরায়েলি আগ্রাসনে আরও ৩৯ ফিলিস্তিনির প্রাণহানি শাকিবের ‘তাণ্ডব’ থেকে বাদ ২ নায়িকা, কারণ কী? শার্শায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ পালন ইসলামপুর থানায় বেড়েছে দালাল, ২ দালালকে থানায় প্রবেশ না করতে ওসির হুঁশিয়ারি বর্ষবরণ | বিথী রহমান তাঁরা সবাই আজ মারা গেছে | মোঃ মাজিদুর রহমান শাহীন ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ডোমারবাসীর বর্ষবরণ সরকারের মূল লক্ষ্য কর্তৃত্ববাদী প্রবণতা যেন ফিরে না আসে’ পলাশে নানা কর্মসূচীর মাধ্যমে পহেলা বৈশাখ বর্ষবরণ উদযাপন ঢাকার আকাশে ব্যতিক্রমী ড্রোন শো খুবিতে নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন ন স্বপ্ন থেমে গেল,কুবির তিন্নি আর নেই দেশে চীনের বিনিয়োগকারীদের এফবিসিসিআই এর পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা প্রদান করা হবে : হাফিজুর রহমান বগুড়ায় নানা আয়োজনে নববর্ষ উদযাপন আলোচনা-ঐক্যের মাধ্যমে নির্বাচনী রোডম্যাপসহ সব সমস্যার সমাধান হবে: মির্জা ফখরুল কুবির বৈশাখী মেলায় ১০ টাকায় মেয়েদের মন নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো শুভ নববর্ষ ১৪৩২ কমলগঞ্জে ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে হাজার হাজার মুসল্লিদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কাল থেকে পরীক্ষায় অংশ নিচ্ছেন উখিয়ার সেই এসএসসি ১৩ শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে দিনাজপুরে বর্ষবরণ -১৪৩২ উদযাপন

আনন্দময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ছয় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়

আনন্দময় স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ছয় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয়


'রক্ত হলো স্রষ্টার দান বাঁচাতে পারে সৃষ্টির প্রাণ"এই স্লোগানকে সামনে রেখে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের নান্দাইলে ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।


বীর কামটখালী আনন্দময় স্পোর্টিং ক্লাবের আয়োজনে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং কার্যক্রমে ছয় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।


উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীর কামটখালী জে,বি উচ্চ বিদ্যালয়ের পাশে ডা: তৌফিক এর তত্বাবধানে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করিয়েছেন।


বিনামূল্যে জনসাধারণের রক্তের গ্রুপ নির্ণয় এবং সকলকে রক্তদানে উৎসাহিত করতে নেওয়া হয়েছে এমন উদ্যোগ। এ ছাড়া এলাকায় রক্তদানের প্রয়োজনীয়তাও তুলে ধরেছেন এই ক্লাবের নেতৃবৃন্দ। তাদের প্রত্যাশা এই আয়োজনের মধ্য দিয়ে মানুষ যেমন নিজের রক্তের গ্রুপ জানতে পারবে, তেমনি করে রক্তদানেও এগিয়ে আসবে।


আনন্দময় স্পোর্টিং ক্লাবটি বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের তরুণদের নিয়ে গড়ে উঠেছে। যাদের একমাত্র লক্ষ্য মানব সেবা। একঝাক তরুণ ও শিক্ষার্থীদের মানবসেবার এই কার্যক্রমে এলাকাবাসী খুবই আপ্লুত।


ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্পিং এ উপস্থিত ছিলেন, উপদেষ্টা মো.উৎপল, আসাদ, হিমেল খান, সভাপতি মো.রাকিব মিয়া,সহ- সভাপতি নাজমুল,সাধারণ সম্পাদক মো.ফরহাদ,সহ: সাধারণ সম্পাদক মো. মামুন খান,সদস্য সাইকুল,সাকিব, রাজিব,শাহিন,মোস্তাকিম। 

 

রক্তের গ্রুপ নির্ণয় করতে আসা রাকিব, আসাদ, রোবেলসহ কয়েকজন শিক্ষার্থী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,আনন্দময় স্পোর্টিং ক্লাব খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে। যার ফলে আমরা অনেকে ব্লাড গ্রুপ জানতে পেরেছি। পাশাপাশি আমাদের পরিবার কিংবা আমাদের কোনো আত্মীয়-স্বজনের জন্য রক্ত লাগলে আমরা রক্ত দিতে পারবো।


ক্যাম্পেইনের বিষয়ে সংগঠনের উদ্যোক্তারা বলেন, বর্তমানে যেকোনো কাজেই রক্তের গ্রুপ প্রয়োজন হচ্ছে। প্রত্যন্ত এলাকার মানুষেরা অধিকাংশই তাদের রক্তের গ্রুপ সম্পর্কে অবহিত নয়। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরাও অনেকে তাদের রক্তের গ্রুপ জানে না। এজন্য আমরা তাদেরকে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধ করতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের আয়োজন করেছি।


স্থানীয় পল্লী চিকিৎসক গোলাম মোস্তফা বলেন, বীর কামটখালী আনন্দময় স্পোর্টিং ক্লাবের এটি একটি ভালো উদ্যোগ। তাদের এ কার্যক্রমকে স্বাগত জানাই।


সংগঠনের প্রধান উপদেষ্টা মো.উৎপল বলেন, বীর কামটখালী আনন্দময় স্পোর্টিং ক্লাবটি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। শীতবস্ত্র বিতরণ,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ,বাল্যবিয়ে ও যৌতুক বিরোধী প্রচারনা, মাদক বিরোধী সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


ডা: তৌফিক বলেন,একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় করছি।ভবিষ্যৎে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও খবর