দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তাফা কামালের প্রচারণার সংবাদ সংগ্রহকালে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অর্থমন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার। এসময় তিনি ওই সংবাদকর্মীর উদ্দেশ্যে করে বলেন, সাংবাদিকের এতো ভিডিও'র দরকার নেই। সারাক্ষণ খালি ছবি তোলা আর ভিডিও করার কোনো কাজ নাই।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সাংবাদিক মাসুদ রানা বলেন, অর্থমন্ত্রীর কন্যা লালমাইয়ে নৌকার প্রচারণায় এসেছেন তাই আমরা লালমাই উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য হাজতখোলা বাজারে আসি। বক্তব্য ভিডিও করার সময় অর্থমন্ত্রীর ছোট ভাই গোলাম সারওয়ার তেড়ে এসে এক সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেন। আরেকজন সাংবাদিকের ক্যামেরা ফেলে দেয়ার চেষ্টা করেন।
এ বিষয়ে গোলাম সারওয়ার বলেন, গাজী মামুন নামে কোনো সাংবাদিককে আমি চিনিনা। আর কোনো সাংবাদিকের মোবাইল আমি নেয়নি। পারলে প্রমাণ করেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ দেশ রূপান্তরকে বলেন, আসলে সাংবাদিকের ক্যামেরা নেওয়ার বিষয়টি আমি এই মাত্র জানলাম। ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ করলে আমি বিষয়টা দেখবো।
১৭২ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
২২০ দিন ১০ ঘন্টা ১৭ মিনিট আগে
২২৪ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
২২৫ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
২২৮ দিন ১১ ঘন্টা ৪০ মিনিট আগে
৩৪৭ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে
৩৮৯ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
৩৯৬ দিন ১৩ ঘন্টা ২৮ মিনিট আগে